চট্টগ্রাম

বাঁশখালীর প্রবীণ আলেম মাও মাহমুদুল হকের জানাযা সম্পন্ন

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৫:২০:৫৬ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীর প্রবীন আলেম মাও মাহমুদুল হকের জানাযা সম্পন্ন

চট্টগ্রামস্থ পাঁচলাইশ ছালেহ নগর খন্দকার পাড়া জামে মসজিদের খতিব প্রবীন আলেমেদ্বীন বাঁশখালীর সন্তান আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক (৭৮) সোমবার বিকেল সাড়ে চারটার সময় মসজিদ সংলগ্ন তাঁর শোবার কক্ষে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র ও এক কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত মাও মাহমুদুল হক বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের আব্দু ছমদ মাঝির বাড়ীর মৃত জেবর মুল্লকের সন্তান। তিনি মৃত্যুর আগপর্যন্ত দীর্ঘ একটানা ৪৮ বছর ধরে চট্টগ্রামের পাঁচলাইশ ছালেহ নগর খন্দকার পাড়া জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতাও করেন তিনি। জানাযার নামাযে বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার রাত ১১টার সময় তাঁর কর্মস্থল পাঁচলাইশ ছালেহ নগর খন্দকার পাড়া জামে মসজিদের মাঠে প্রথম জানাযা সম্পন্ন হয়। পরে দ্বিতীয় জানাযা মঙ্গলবার সকাল ১১টায় তাঁর নিজ বাড়ী বাঁশখালীর সরলের কাহারঘোনা আশিঘর পাড়া অলি শাহ্ (রহ.) জামে মসজিদের মাঠে সম্পন্ন হয়। এ সময় তাঁর নামাযে জানাযার ইমামতি করেন তাঁর বড় শ্যালক আল্লামা আতাউর রহমান। নামাযে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, ‘মাও মাহমুদুল হক সোমবার জোহরের নামাযের ইমামতি করে খাওয়া-দাওয়া শেষে তার কক্ষে ঘুমিয়ে পড়েন। আছরের আজান শেষে নামাযের ইমামতির জন্য মোয়াজ্জিম তাঁকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দেখা গেলো তিনি ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছেন।

আরও খবর

Sponsered content