চট্টগ্রাম

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রাসেল ইকবাল মিয়া

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৫ , ৬:৩৮:০৪ প্রিন্ট সংস্করণ

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রাসেল ইকবাল মিয়া

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার অন্তর্গত বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাসেল ইকবাল মিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত স্মারক নং- চশিবো/বিদ্যা/চট্ট:দ: (বাঁশ)/১২৫০/৯৭ (অংশ-১)/২১১৬(৩) এর প্রজ্ঞাপনে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এডহক কমিটির মনোনীত সভাপতি রাসেল ইকবাল মিয়া বর্তমানে বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক। তিনি ১৯৯৭ সালে আলাওল কলেজ ছাত্রদলের আহবায়ক, ১৯৯৮ সালে বাঁশখালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৯ সালে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৬ সালে বাঁশখালী পৌরসভা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- শিক্ষক সদস্য এনামুল হক, অভিভাবক সদস্য মোহাম্মদ শহিদুল কায়সার। কমিটিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রতন চক্রবর্তী পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নতুন গঠিত এডহক কমিটিকে ওই স্মারক ইস্যুর তারিখ হতে আগামী ছয় মাসের জন্য অনুমোদন করা হল।

আরও খবর

Sponsered content