চট্টগ্রাম

চুয়েট ভিসির সাথে BSMRAAU ভিসির মতবিনিময়

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ৫:৪৫:১০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ.এস.এম. ফখরুল ইসলামের দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ এবং বিএসএমআরএএইউ-এর ডিসটিংগুইস্ট প্রফেসর ড. এয়ার কমডোর (অবঃ) মোঃ আফজাল হোসেন, আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট লিটন শর্মা।

পরে বিএসএমআরএএইউ-এর ভিসির নেতৃত্বে প্রতিনিধি দলটি দেশের বিশ^বিদ্যালয় পর্যায়ে সর্বপ্রথম স্থাপিত চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, সিএসই ও ইইই বিভাগের বিভিন্ন অত্যাধুনিক ল্যাব পরিদর্শন করেন।

আরও খবর

Sponsered content

Powered by