প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৩:৫৭:৩২ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বাঁশখালী পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বুধবার রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার মাঠে সম্পন্ন হয়।
রংগিয়াঘোনা মনছুরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী শাহ আলমের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম হোসাইনী।
দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক শোয়াইবুল ইসলামের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা রাখেন পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম জামাল, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসাইন আজগর, পৌরসভা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি বেলাল উদ্দীন, পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি আমির হোসাইন কোম্পানি, পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম, এন এম নাছির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাফহিমুল আলম হিমু, মোহাম্মদ রিদুয়ান, পৌরসভা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রিফাদুল ইসলাম রুবেল, যুবদল নেতা জামশেদুল আলম সহ বাঁশখালী পৌরসভা জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ সকল স্তরের নেতাকর্মী।