প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ৩:২৮:১৭ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও তিন দিনব্যাপি সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনাজপুর জেলা হিসাবরক্ষণ অফিস কার্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
এসময় তিন দিনব্যাপী সেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অসীম দূরদর্শিতার কারণেই বাংলাদেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হয়েছে। এর সুফল ভোগ করছে প্রজাতন্ত্রের সাড়ে ১১ লাখ কর্মচারীসহ সমগ্র দেশবাসী। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনাজপুর জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিসার মো. আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী। সভাপতির বক্তব্যে জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিসার মো. আব্দুস সালাম মিয়া হিসাবরক্ষণ অফিস তথা অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ অডিটর জেনারেল নূরুল ইসলাম এর লিখিত বক্তব্য তুলে ধরে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
এছাড়া দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসফেকুর রহমান, জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আকতারা পারভীন, দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন জেলা একাউন্টস এন্ড ফিনান্স কার্যালয়ের এসএএস সুপার মো. গোলাম রব্বানী।