দেশজুড়ে

বাংলাদেশ যুব অধিকার পরিষদ স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক কমিটি গঠিত

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৫ , ৭:৪৯:৩০ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ যুব অধিকার পরিষদ স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক কমিটি গঠিত

বাংলাদেশ যুব অধিকার পরিষদ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. আশ্রাফুল ইসলামকে আহবায়ক ও মো. রাকিব হাসানকে সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. বেল্লাল মিয়া এবং সাধারন সম্পাদক মো. শামসুল হক (খোকন) এর স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে কমিটির অনুমোদন দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসানাত, মো. সোহেল মাহামুদ, মো. হাফিজুর রহমান, মো. অলিউল্লাহ, মো. সাহিন আহমেদ, মো. সৌরভ।

যুগ্ম সদস্য সচিব মো. আল-আমীন, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মো. জাহিদ, মো. সোহেল মৃধা, মো. ইমন।
কার্যকারী সদস্য মো. হাসান, মো. ইয়াসিন, মো. সোহেল, মো. মিরাজ, মো. কাওসার, মো. সোহেল, মো. আব্দুস সালাম, মো. আরিফ হোসেন, মো. রানা, মো. আরিফ। নব গঠিত এই আহবায়ক কমিটির মেয়াদ হবে তিন মাস এই সময়ের মধ্যে তারা একটি পুর্নাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আরও খবর

Sponsered content