দেশজুড়ে

বাউফলে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৫:০৮:২১ প্রিন্ট সংস্করণ

বাউফলে কৃষকদের আর্থিক  সহায়তা প্রদান

পটুয়াখালীর বাউফল উপজেলায় অসহায়, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে উপজেলা কৃষি দপ্তরের  উদ্যোগে আর্থিক অনুদান ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরন অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন উপস্থিত থেকে ৪শ’ ২০ জনের মাঝে কৃষি উপকরণ  বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান প্রমুখ।

আরও খবর

Sponsered content