দেশজুড়ে

বাউফলে ছাত্রদের লাল কার্ড মিছিল

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৭:১৯ প্রিন্ট সংস্করণ

বাউফলে ছাত্রদের লাল কার্ড মিছিল

পটুয়াখালীর বাউফলে বাবা-মাকে চেতনানাশক প্রয়োগ করে অচেতন করে দশম শ্রেণির শিক্ষার্থীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষে মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনাসহ সারাদেশে প্রতিদিন ধর্ষণ, ছিনতাই, খুন ও জখমের ঘটনাগুলোর প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানানো হয়েছে। 

সোমবার বেলা ১১টায় বাউফল সরকারি কলেজ থেকে লাল কার্ড হাতে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। আন্দোলনকারীরা থানার সামনে দাঁড়িয়ে পুলিশ সদস্যদের লাল কার্ড প্রদর্শন করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

এ সময় বক্তব্য রাখেন ছাত্র সংগঠক মুনতাসির তাসরিফ, আয়েশাতুন্নেছা বর্ষা, রাহাত ও পলাশ প্রমুখ। 

বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটির সদস্যরা বলেন, বাউফলের চন্দ্রদ্বীপে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা দেশের সামগ্রিক নারী নির্যাতনের ক্রমবর্ধমান চিত্রকে তুলে ধরেছে। এছাড়া খুন, চাঁদাবাজি, দখলদারি, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো বড় অপরাধ প্রতিনিয়ত বেড়েই চলেছে। 

বাউফলে এর আগে শিশু ধর্ষণের ঘটনার প্রায় ৪মাস ও সুজন হত্যার প্রায় এক মাস অতিবাহিত হলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে না পেরে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবি করেন তারা। পুলিশ প্রশাসনের ভূমিকা সন্দেহজনক বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। 

তারা বলেন, এরকম ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রসমাজ চায় না। ৫ আগষ্টের পরে চরম সংকটকালীন সময় ছাত্ররা দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়েছে। প্রয়োজনে ছাত্ররা আবারো দেশ গঠনের দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করতে পারবে।  

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, বাউফল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করতে থানা পুলিশ নতুন পরিকল্পনা রয়েছে ।

আরও খবর

Sponsered content