দেশজুড়ে

বাউফলে জাতীয় ভোটার দিবস পালিত

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৬:৪২:০২ প্রিন্ট সংস্করণ

বাউফলে জাতীয় ভোটার দিবস পালিত

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে ০২ রা মার্চ রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়েছে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন, উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা  মো. শাহীন রেজা, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন ও সুপারভাইজার মো. মফিজুর রহমান। অনুষ্ঠানে ভোটার হাল নাগাদ কার্যক্রমে অংশ নেয়া তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগন উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content