চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ১৩১

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৩৯:৫৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ১৩১

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আবারও ১ প্রাণহানি এবং ১৩১জন আক্রান্ত হয়েছে। সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩১ জনের মধ্যে নগরীর সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭৯ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫২ জন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ৪৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬হাজার ২৬৬জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিবি আলমাস নামে ৩৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত ২ সেপ্টেম্বর ডেঙ্গু উপসর্গ নিয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন এবং ৩ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গতকাল রবিবারও ঝর্না রানী নামে এক নারীর মৃত্যুর খবর দেয় সিভিল সার্জন কার্যালয়।

আরও খবর

Sponsered content

Powered by