প্রতিনিধি ১০ মার্চ ২০২৫ , ৯:৪৫:৫৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর বাউফলে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুর ১.০০টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ ইফতার , মাহফিল অনুষ্ঠিত হয়।
বাউফল প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার বাউফল প্রতিনিধি মো: জলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের শুরা সদস্য , বাংলাদেশ জামায়াতের ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি, বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপন্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামি বাউফল উপজেলা শাখার আমির আলহজ্ব মাও. মো: ইসহাক মিয়া , বাউফল উপজেলা শাখার জামায়াতের নায়েবে আমির মো: রফিকুল ইসলাম।
বাউফল প্রেসক্লাবের সেক্রেটারি ও মানব কণ্ঠের বাউফল প্রতিনিধি মো: জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু , বাউফল প্রেসক্লাবের সহসভাপতি মো: দেলোয়ার হোসেন ও নয়াদিগস্ত পত্রিকার বাউফল প্রতিনিধি আসাদুজ্জামান সোহাগ প্রমূখ। এ সময় প্রধান অথিতির সাথে অনেক সফরসঙ্গী উপস্থিত ছিলেন।