প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৬:২১:৫২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে ছয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটক হওয়া তরুণরা হলেন কুমিল্লার মুরাদনগর এলাকার জুল মিয়ার ছেলে মো. সোহেল (২৪), কুমিল্লার হোমনা থানাধীন রঘুনাথপুর এলাকার মৃত ফিরোজ সরকারের ছেলে মো. আরিফ (২১), চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকার নজির আহমদের ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন (২৬), চট্টগ্রাম আনোয়ারার মলগড় এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে মোহাম্মদ তৌহিদুল ইসলাম (২০), চাক্তাই কলাবাগিছা এলাকার মৃত মিয়ার ছেলে মোহাম্মদ ইমন (২২), ভোলা জেলার লালমোহন থানাধীন রাইচা এলাকার মো. হানিফের ছেলে মো. শহিদুল ইসলাম (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানা অফিসার ইনচার্জ ইফতিয়ার উদ্দিন জানান, দুই ওয়ার্ডের বস্তির ছেলেদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ছয়জনকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
উল্লেখ্য, শনিবার (১২ অক্টোবর) মধ্যরাতে নগরীর বাকলিয়ার আধিপত্য বিস্তারের লক্ষে ১৮ ও ১৯ ওয়ার্ডের বস্তির তরুণরা মুখোমুখি হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী খবর পেয়ে অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।