রাজশাহী

বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৭:৩৩:৪৩ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাগাতিপাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। তাতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ২৮ নভেম্বর উপজেলার লোকমানপুর সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলামকে সভাপতি এবং বাশবাড়িয়া সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করলে তা গত ৩০ নভেম্বর বাংলাদেশ প্রাথমকি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন। শনিবার সকালে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয়ের এক শ্রেণীকক্ষে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক সহ সভাপতি মুকাদ্দেছুর রহমান মাসুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নর্বনির্বাচিত সভাপতি কামরুল ইসালম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ সভাপতি আজিম উদ্দিন, মুর্শিদা বেগম, মোনোয়ারা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ, সাংগাঠনিক সম্পাদক সাহিনুল ইসালম প্রমুখ।