দেশজুড়ে

নন্দীগ্রামে জব্দ চাল ২৫০ পরিবারে বিতরণ

  প্রতিনিধি ২২ মে ২০২০ , ৮:১৭:০৩ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কর্মহীন অসহায় মানুষের মাঝে চাল, লাচ্ছা ও সেমাই বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা। শুক্রবার দুপুরে থানা পুলিশের উদ্যোগে দুই হাজার ৬শ ১০ কেজি চাল কর্মহীন ২৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি প্রমুখ।
থানা পুলিশ সূত্র জানায়, গত ১১ এপ্রিল শনিবার রাতে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কম্পানির সদস্যরা অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মোট ১৬৮ বস্তা চালসহ নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও তার সহযোগী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে উদ্ধার হওয়া চাল পুলিশের ব্যবস্থাপনায় বিতরণের আবেদন জানায় জেলা পুলিশ বিভাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রকৃত দুস্থদের মধ্যে বিতরণ করার নির্দেশনা প্রদান করে।
 

আরও খবর

Sponsered content

Powered by