রাজশাহী

বাগাতিপাড়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ৭:২৭:৫১ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল সোয়া চারটায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন সরকার, বীরমুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রানী, সমাজসেবক বেলাল হোসেন, যুগান্তরের সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম, প্রবীণ সাংবাদিক রেজাউন্নবী রেনু, মশিউর রহমান মানিক প্রমুখ।