প্রতিনিধি ১৮ জুলাই ২০২১ , ৬:২১:২৮ প্রিন্ট সংস্করণ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় সমাজসেবা অফিসের আয়োজনে ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার শিল্পকলা একাডেমি হল রুমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের মাঝে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।