রাজশাহী

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ৭:১৪:৪৮ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ। তীব্র শীত ও ঘন কুয়াশায় স্বাভাবিক জনজীবন হচ্ছে ব্যাহত। পৌষের কনকনে শীতে কাবু হয়ে পড়েছে মানুষ। ঘন কুয়াশায় চারদিক আবৃত হয়ে আছে। কুয়াশার কারণে উপজেলার অধিকাংশ সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

শীতে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। শীতে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা অস্বাভাবিক বাড়ছে। হাড় কাঁপানো শীতে রীতিমতো জবুথবু অবস্থা। গায়ে গরম কাপড় ও টুপি পরে মানুষ শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। দরিদ্র মানুষ কাগজ-খড়কুটো পুড়িয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন। ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ বেড়েই চলেছে। হঠাৎ করে শীত পড়ায় শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ৭ দিনে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা শীতার্ত রোগীর সংখ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলেছে। স্বাস্থ্য কমপ্লেক্সটির বহির্বিভাগে প্রতিদিন অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। এর সঙ্গে রয়েছে ভর্তি রোগীর চাপও। হঠাৎ করে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে প্রায় ৫০ জন ঠান্ডাজনিত রোগী ভর্তি হয়েছে এ হাসপাতালে।বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডা. সোহানুর রহমান বলেন, হঠাৎ করে রোগীর চাপ বেশি থাকলেও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রাজ্জাক বলেন, ঠান্ডাজনিত রোগীর প্রকোপ হঠাৎ বেড়েছে। ইনডোর ও আউটডোর দুই জায়গাতেই শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, মাথাব্যথাসহ নানা ধরনের রোগী আসছেন। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগীকে সেবা দিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ দিয়ে রোগীদের সেবা নিশ্চিত করার।

 

আরও খবর

Sponsered content