দেশজুড়ে

বাগেরহাটের চিতলমারীতে হাজারো মতুয়া ভক্ত দর্শনার্থীদের সমাগম

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৪ , ৫:১০:০৯ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটের চিতলমারীতে হাজারো মতুয়া ভক্ত দর্শনার্থীদের সমাগম

বাগেরহাটের চিতলমারীতে হাজারো মতুয়া ভক্ত দর্শনার্থীদের অংশগ্রহন হয়েছে। চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের নবঘাট আরুলিয়া শ্রী শ্রী হরি-গুরুচাঁদ সেবাশ্রমে ৩৬তম বার্ষিক মহৎসব মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নবঘাট আরুলিয়া শ্রী শ্রী হরি-গুরুচাঁদ সেবাশ্রমের উদ্দোগে ২৩ ডিসেম্বর মধ্যরাতে অধিবাসের মাধ্যমে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ সেবাশ্রম মন্দির প্রাঙ্গনে এ মহোৎসব ও মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেবক নবঘাট আরুলিয়া শ্রী শ্রী হরি-গুরুচাঁদ সেবাশ্রমের এর সেবক শ্রীমৎ নরেশ গোঁসাই। বাংলাদেশ মতুয়া মহা সংঘের কার্যকরী সভাপতি শ্রী শ্রী সুব্রত ঠাকুর, শ্রীমান বাসর ঠাকুর,মহাসচিব বাংলাদেশ মতুয়া মহা সংঘের সাগর সাধু ঠাকুর, সহ আরও অনেকে। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মতুয়া ভক্ত-দর্শনার্থী অংশ গ্রহণ করেন।

আরও খবর

Sponsered content