প্রতিনিধি ২৯ জুলাই ২০২৪ , ৫:৩৯:৩৭ প্রিন্ট সংস্করণ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ২৯ জুলাই সোমবার বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্তরে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষ থেকে গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, পৌর আঃলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।