দেশজুড়ে

বাগেরহাটে খানজাহান ওয়েলফেয়ারের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৫৭:৩১ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে খানজাহান ওয়েলফেয়ারের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

বাগেরহাটে খানজাহান সভ্যতা ও সংস্কৃতির উপর বিতর্ক ও রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা  হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবে দুদিন ব্যাপী বিভিন্ন বিদ্যালয় নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রথম দিন অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কে জেলার পাঁচটি বিদ্যালয় দল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)  দ্বিতীয় দিন রচনা  ও  কুইজ প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পুলিশ সুপার তৌহিদুল আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ব অধিদপ্তরের বরিশাল ও খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী

ইয়াসমিন,বাগেরহাট যাদুঘর এর কাষ্টোডিয়ান মোঃ যায়েদ। জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম,ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম খানজাহান ওয়ালফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি  প্রকৌশলী এস এম আল খাতিব, সাধারণ সম্পাদক  খান জাহান গবেষক ও সাংবাদিক আরিফুল ইসলাম আকিঞ্জী।

আরও খবর

Sponsered content