প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৪:৪২:৪৫ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ র্যালী অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফকিরহাট আদর্শ বিদ্যালয় চত্তরে জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা শেখ আনছার আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহিদুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের দোষররা দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। তারা এসব ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।