দেশজুড়ে

বাগেরহাটে নবাগত এমপি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৯:৫৯:২৭ প্রিন্ট সংস্করণ

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ, বাগেরহাটঃ জনগনকে ঘরে থেকে করোনা ভাইরাস মোকাবেলা করায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট মো: আমিরুল আলম মিলন ব্যাক্তিগত উদ্দোগে কর্মহীন দু:স্থ অসহায় পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার ৯নং বলইবুনিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মহীন দু:স্থ অসহায় ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীন সকল মানুষকে খাদ্য সহায়তা প্রদান, প্রধানমন্ত্রীর দেয়া ৩১ দফা মেনে চলতে হবে, এসময় সবাইকে ঘরে অবস্থান করতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান, থানা অফিসার্স ইন চার্জ কে এম আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা পরিষদের সদস্য কে এম নাসির উদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বলইবুনিয়া ইউনিয় সভাপতি খ,ম, লুৎফর রহমান খান, ইউনিয়ন চেয়ারম্যান মো: শাহজাহান আলী খান, আওয়ামীলীগ নেতা নেতা ইখতিয়ার হোসেন দিলাল, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড: তাজিনুর রহমান পলাশ, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক কবির হোসেনসহ ইউনিয়নের ইউপি সদস্যাবৃন্দ। অপরদিকে, বিকেলে ১২নং জিউধরা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গির আলম বাদসা, আওয়ামীলীগ নেতা মাসুম হোসেন সহ সংশ্লীষ্ট ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইতোপূর্বে তিনি মোরেলগঞ্জ-শরণখোলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র মানুষের কাছে খাদ্য সামগ্রী  পৌছে দেন। এ করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে ততদিন এ কার্যক্রম চলবে। অসহায় পরিবারের পাশে থাকবে বাগেরহাট-৪  আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

আরও খবর

Sponsered content

Powered by