দেশজুড়ে

বাগেরহাটে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ , ৭:০৩:২৫ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আজ বাগেরহাটের কাঁঠালতলা মাঠে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৫ এর বাছাই ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।

বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি এম সাইফুল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজজামান বাচ্চু। বাছাই পর্বে বাগেরহাটের  নয় উপজেলার ৯৮ জন অংশ নেয়। এবাছাইয়ের পর ৩০ খেলোয়াড়কে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

জেলা ক্রীড়া অফিস, বাগেরহাটের আয়োজনে এ বাছাই পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ সাংবাদিকদের বলেন, এ এবাছাইয়ের মাধ্যমে তৃণমূল হতে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। বাছাই কার্যক্রমে কোচের দায়িত্ব পালন করেন বাফুফের কোচ সাইফুল ইসলাম মিন্টু।

আরও খবর

Sponsered content