প্রতিনিধি ২৩ জুলাই ২০২২ , ৮:২৩:০৯ প্রিন্ট সংস্করণ
বান্দরবান জেলা প্রতিনিধি:
আধুনিক সুবিধা সম্বলিতভাবে নির্মাণ করা হচ্ছে বান্দরবান জেলা বাসস্ট্যান্ড। বিশ্রামাগার, চাইল্ড ফিডিং কেন্দ্র,আধুনিক শৌচাগার সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে নবনির্মিত বান্দরবানের ব্যাস্ততম বাস-স্টেশন টিতে।
বর্তমান সরকার পার্বত্যাঞ্চলের সার্বিক উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায় করছে,যার সুফল পাচ্ছে পাহাড়ে বসবাসকারী জনগণ।
বান্দরবানের নতুন বাস টার্মিনালটি চালু হলে যাত্রীসেবার মান বৃদ্ধির পাশাপাশি যানজটের জনদুর্ভোগ কমে আসবে।
বান্দরবান বাস টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ২৩শে জুলাই(শনিবার)সকালে টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ছয় কোটি টাকা ব্যয়ে জেলা শহরের হাফেজঘোনায় বাস টার্মিনাল উদ্বোধন করা হয়,এবং এক কোটি টাকা ব্যয়ে বান্দরবানস্থ রুমা বাস স্টেশন উদ্বোধন করা হয়।
বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ারসহ জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।