দেশজুড়ে

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত

  প্রতিনিধি ২৬ জুন ২০২৪ , ৬:৪১:২০ প্রিন্ট সংস্করণ

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে এক কেএনএফ সদস্য নিহত ও একজন আটক হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ সহ বিপুল সরঞ্জাম।

অভিযানের সময় কেএনএফের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে স্থানীয় দু’জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়। বুধবার (২৬ জুন) সকালে থানচি উপজেলার রেমাক্রি প্রাংশু ইউনিয়নের দুর্গম সিমত্লাংপি পাড়া এলাকার তাজিংডং পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ’র পোষাক পরিহিত গুলিবিদ্ধ অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ওই এলাকা থেকে একজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন।তাৎক্ষণিক ভাবে লাশটির পরিচয় এবং আটককৃত কেএনএফ সদস্য ও স্থানীয় হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সিত্লাংম্পি পাড়া এলাকার তাজিংডং পাহাড়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। এসময় বেশ কয়েক বার গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। গোলাগুলি থেমে গেলে তাজিংডং পাহাড়ের জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানচি থানা পুলিশ। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন দৈনিক ভোরের দর্পণ কে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান লাশের পরিচয় এখনও পাইনি,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে। অপহরণ করে সোনালী ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন কে। এ ঘটনার পর র‍্যাবের অভিযানে উদ্ধার হয় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন পরে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অভিযান পরিচালনা করে।

অভিযানে এ পর্যন্ত ২২টি মামলায় ১০৯ জন গ্রেফতার পরবর্তী জেল হাজতে পাঠানো হয়, অভিযানে নিহত হয়েছে কেএনএফের সাত সদস্য।