চট্টগ্রাম

বান্দরবান বিশ্ববিদ্যালয় ২ লেইনের সড়কের উদ্বোধন

  প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ৬:৩০:৩৯ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানে তিন পার্বত্য জেলায় দুর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক উন্নয়ন প্রকল্প(DDRIDP-3HD) এর আওতায় স্থানীয় সরকার পৌকশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নে  প্রায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে কেবি সড়ক হতে বান্দরবান বিশ্ববিদ্যালয় দুই লাইন বিশিষ্ট  এক হাজার মিটার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শনিবার ২৪শে জুন সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কেবি সড়কের প্রবেশ মুখে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরো উপস্থিত  ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো: নুরুল ইসলাম,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার,মোঃ শাহ্আলম,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম।

এই সড়কটির উদ্বোধনের ফলে উন্মুক্ত হয়ে গেলো যোগাযোগের নতুন সম্ভাবনার দুয়ার।

চারপাশের সবুজের সৌন্দর্য মন্ডিত দুই লেইনের রাস্তার দুই পাশেই লাগানো হয়েছে গাছ।

 ইতিমধ্যেই আকৃষ্ট করেছে আশেপাশে বসবাসকারী স্থানীয় জনসাধারণ কে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) দেয়া তথ্য মতে গত ১৯শে অক্টোবর  ২০ সালে রাস্তার কাজটি শুরু হয় এবং গত বছরের ২৮শে নভেম্বর কাজটি শেষ হয়।

আরও খবর

Sponsered content

Powered by