চট্টগ্রাম

বাবার খুনী দুই ছেলে বিমানবন্দরে গ্রেপ্তার

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ৬:২৪:৫৮ প্রিন্ট সংস্করণ

বাবার খুনী দুই ছেলে বিমানবন্দরে গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিতাকে খুনের পর দুবাই পালাতে গিয়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছে দুই পুত্র। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই ছেলে হলো মো. নিজাম উদ্দিন (৩১) ও মিজানুর রহমান (২৫)। এর আগে জমি নিয়ে তর্কের জের ধরে বুধবার রাত ৮টার দিকে বড়উঠান ইউনিয়নে দা দিয়ে কুপিয়ে পিতা নুরুল হক চৌধুরীকে (৬৫) খুন করে দুবাই ও কাতার প্রবাসী দুই ছেলে। এরপর থেকে তারা পলাতক ছিল। এ ঘটনায় কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা জানান, বিমানবন্দর থেকে গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্ণফুলী থানার একটি টিম ঢাকায় গ্রেপ্তার হওয়া আরেক আসামিকে চট্টগ্রামে নিয়ে আসছে।

আরও খবর

Sponsered content