বাংলাদেশ

নয়ন হত্যার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২২ , ৫:২৪:৫৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো: নয়ন মিয়া হত্যারর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার দুপুর ১টায় ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বকশীবাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ‘এই সরকার ও তার আজ্ঞাবহ পুলিশ ক্ষমতার অবৈধ মসনদ টিকিয়ে রাখতে বিগত ১৪ বছরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে গুম ও খুন করেছেন। আমাদেরকে গুম, খুনের ভয়ভীতি দিয়ে লাভ নেই। দেশ রক্ষার লড়াইয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করে যাবে। কারণ এই লড়াই দেশ রক্ষার, এই লড়াই দেশে ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের লড়াই।’

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘অন্যায়ভাবে পুলিশ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের গুলি করে হত্যা করে আমাদের নৈতিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। দেশে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য অতীতের ন্যায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারের পতন না হওয়া পর্যন্ত সবসময় রাজপথে থাকবে ইনশাআল্লাহ।’

বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ও হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by