চট্টগ্রাম

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে ‘সাপের কামড়ে’ স্কুলছাত্রের মৃত্যু

  প্রতিনিধি ৯ জুলাই ২০২৪ , ৩:১৯:৩৫ প্রিন্ট সংস্করণ

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে ‘সাপের কামড়ে’ স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনেরা। মৃত আবিদ হোসেন উপজেলার বালুচর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও স্লুইসগেট এলাকার ব্যবসায়ী বেলাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৯ জুলাই) ভোররাতে মারা যায় আবিদ।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, রামগতির আলেকজান্ডার ২ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ক্ষেতে বাবার সঙ্গে মাছ ধরতে যায় আবিদ। এ সময় তার পায়ে সাপে কামড় দেয়। এতে তার পুরো শরীর কালচে হয়ে যায়। পরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বালুচর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রিপন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকার কারণে আবিদের মৃত্যু হয়েছে। যদি যথাসময়ে আবিদকে অ্যান্টিভেনম দেওয়া হতো তাহলে এমন নাও হতে পারতো। ভ্যাকসিন না দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। আবিদ ছিল স্কুলের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।’

অভিযোগের বিষয়ে রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনা শীষ জানান, রাত দেড়টার দিকে আবিদকে হাসপাতালে আনা হয়। এ সময় তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। পরে তাকে নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সাপের কামড়ে মারা গেছে নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হতে পারেননি তিনি। হাসপাতালে ভ্যাকসিনের কোনও সংকট বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

আরও খবর

Sponsered content