চট্টগ্রাম

বায়েজিদে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৪:৫০:০৬ প্রিন্ট সংস্করণ

বায়েজিদে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগীসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড পিস্তলের গুলি, দুইটি পিস্তলের ম্যাগাজিন, একটি হাসুয়া, একটি ছুরি, দুইটি কেচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিন ডাকাত হলো মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০), মোঃ রুবেল (২৬)। রবিবার (২ মার্চ) বিকালে ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বায়েজিদ এলাকার ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত ভবনের শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ কয়েকজন ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার প্রাক্কালে অভিযান চালিয়ে ৩ দুর্র্ধষ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড পিস্তলের গুলি, দুইটি পিস্তলের ম্যাগাজিন, একটি হাসুয়া, একটি ছুরি, দুইটি কেচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাথে আসামিদের আধিপত্য বিস্তারের দ্ধন্ধ রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

Sponsered content