সিলেট

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: লাশ ফেরত চেয়ে বিক্ষোভ

  প্রতিনিধি ২২ মার্চ ২০২১ , ৮:৫৮:৪৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাপ্পার লাশ ফেরত চেয়ে গ্রামবাসী বিক্ষোভ সমাবেশ করেছে। 

সোমবার (২২ মার্চ) জুড়ি উপজেলা ফুলতলা বিজিবি ক্যাম্পের সম্মুখে অবস্থান করে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক নারী পুরুষ বিক্ষোভ সমাবেশ অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী।

তিনি জানান, পূর্ব বটুলী গ্রামের আব্দুর রউপের ছেলে বাপ্পা মিয়ার লাশ ভারত থেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে একই গ্রামের লোকজন আজ সকাল থেকেই বিজিবি ফুলতলা ক্যাম্প এসে জড়ো হন। এক পর্যায়ে তারা বিজিবির কাছে লাশ দেশে আনার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামবাসী এ বিক্ষোভ সমাবেশ করতে থাকে।

তিনি আরও জানান, দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই লাশ দেশে আনা হবে।

উল্লেখ্য, ২০ মার্চ শনিবার ভোরে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে গুলিবিদ্ধ বাপ্পার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে ভারতের বিএসএফ মৃতদেহটি তাদের হেফাজতে নিয়ে যায়। তবে বিজিবি এখনো নিহতের বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছে।

আরও খবর

Sponsered content