চট্টগ্রাম

বিএসসি’র ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৭:০৮:৪৪ প্রিন্ট সংস্করণ

বিএসসি’র ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বোট ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ বিএসসির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সাথে সম্পৃক্ত সকল সহকর্মী ও শেয়ারহোল্ডারগণের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের স্মরণ করে ২০২৩-২৪ অর্থ বছরের সামগ্রিক কর্মকান্ডের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

সাধারণ সভায় অর্থনৈতিক প্রতিবেদন বলা হয় ২০২৩-২৪ অর্থ বছরে বিএসসি’র পরিচালনা আয় ছিল ৪৮৭.৭৪ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে প্রায় ১০৮.৪৪ কোটি টাকা। সর্বমোট আয় হয়েছে প্রায় ৫৯৬.১৯ কোটি টাকা। অন্যদিকে পরিচালনা ব্যয় ছিল ১৮৯.৬১ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় ছিল ১২১.৯৮ কোটি অর্থাৎ সর্বমোট ব্যয় হয় ৩১১.৬০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে কর সমন্বয়ের পর সংস্থার নীট মুনাফা হয়েছে ২৪৯.৬৯ কোটি টাকা। যা বিগত ৫৩ বছরে সর্বোচ্চ।

সাধারণ সভার প্রতিবেদন ও আনুষ্ঠানিকতা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া অতিথিবৃন্দ বলেন, সরকারের সুযোগ্য দিক নির্দেশনা ও সক্রিয় সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিএসসি। ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা, এসডিজি এবং ব্লু-ইকোনমির ধারণা বাস্তবায়নসহ বিএসসিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও আন্তর্জাতিক শিপিং সংস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘ ময়াদে বিএসসি’র বহরে বাণিজ্যিক জাহাজ সংযোজন ও আনুষঙ্গিক বিভিন্ন প্রকল্প/কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বোপরি নৌপরিবহন মন্ত্রণালয়, সরকারের সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিএডিসি, বিসিআইসি, বিপিসি, সমুদ্র পরিবহন অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মংলা বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, শুল্ক কর্তৃপক্ষসহ আমদানীকারক ও রপ্তানীকারক, বিএসসি’র সাথে সম্পৃক্ত ব্যাংকসমূহ, সকল এজেন্ট এবং অন্যান্য সংস্থাসমূহকে তাদের সহায়তা ও সহযোগীতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভাপতির বক্তব্য শেষ করেন।

আরও খবর

Sponsered content