বাংলাদেশ

বিকালে চালু হবে মোবাইল ইন্টারনেট

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৪ , ২:৫০:৩০ প্রিন্ট সংস্করণ

বিকালে চালু হবে মোবাইল ইন্টারনেট

১০ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। আজ রবিবার (২৮ জুলাই) বিকাল ৩টায় ফোরজি সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সকালে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান প্রতিমন্ত্রী। এর আগে পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ রাখা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেটের ফোরজি সেবা এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তবে সরকারের দাবি, আন্দোলনের নাশকতার কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও খবর

Sponsered content