ঢাকা

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন গোপালগঞ্জের এসিল্যান্ড মামুন খান

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ৮:৪৩:১৮ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. মামুন খানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা থেকে বিরত থাকতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এক আবেদনের পরিপেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন গত মঙ্গলবার এ স্থগিতাদেশ দেন। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মোরসেদ। এর আগে গত ৬ ডিসেম্বর হাইকোর্টে মামুন খানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা থেকে ৬ মাস বিরত থাকার নির্দেশ দেন। একই সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের বাসিন্দা লিটন মন্ডলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মো. মামুন খান এ জেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশীদার ছিলেন। অবৈধভাবে দখল করা বিভিন্ন সরকারি জমিও উদ্ধার করেন তিনি। একটি কুচক্রী মহল তার সম্মানহানি করার চেষ্টা করে আসছিলো।

আরও খবর

Sponsered content

Powered by