দেশজুড়ে

বিজয়নগরে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৪ , ৭:০৭:৫৭ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে অভিনব কায়দায় পুকুর ভরাটের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১৪ই অক্টোবর (সোমবার) বিকাল ১:৩০ মিনিটে উপজেলার মির্জাপুর মোড় এলাকায় এ অভিযানটি পরিচালনা করা হয়েছে।

অভিযানে দেখা যায়, ওই এলাকার একটি প্রাচীন পুকুর অবৈধভাবে ড্রাম ট্রাকে বালি ফেলে পরবর্তীতে সেচের মেশিন দ্বারা বালিগুলি পুকুরে ফেলে ভরাট করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রম পরিবেশ সংরক্ষণ আইন এবং জলাশয় সংরক্ষণ নীতিমালা লঙ্ঘন করছে।

বিজয়নগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক
অভিযানটি পরিচালনা করেন। অভিযানের সময় স্থানীয় প্রশাসন, এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্তরা কোনো অনুমোদন ছাড়াই পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছিল।

অভিযুক্ত আজিজুল হক (মলাই) (৫০) কে জলাশয় সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী পুকুর ভরাটের অপরাধে মুচলেখাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা অর্থদণ্ড করা হয়। সে বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত বদরুদ্দিনের ছেলে। একইসাথে, পুকুরটির অবৈধ ভরাট কার্যক্রম বন্ধ করে পরিবেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।

পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলার আহবায়ক মো: সাদেকুল ইসলাম ভুইয়া বলেন, পুকুর ও জলাশয় এলাকায় পানির প্রবাহের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন অবৈধ কার্যক্রম পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর।

এ বিষয় সহকারি কমিশনার (ভূমি) মোজাহেরুল হক জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে কেউ অবৈধভাবে জলাশয় ভরাট করে পরিবেশের ক্ষতি করতে না পারে। তার কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছে এবং অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত এ ধরনের কাজ থেকে বিরত থাকতে।

আরও খবর

Sponsered content