রংপুর

জলঢাকায় নারী উদ্যাোক্তাদের মাঝে সনদ প্রদান

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২১ , ৬:২৭:৪২ প্রিন্ট সংস্করণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে ও এসইমি ফাউন্ডেশনের সহায়তায় ৫ দিন ব্যাপি নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ব্যারিষ্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

প্রধান সমন্বয়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র প্রশিক্ষক মহিউদ্দিন খান, শারমিন আখতার, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন শিক্ষক সংঘের সভাপতি অনিল কুমার রায়, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, শাহ আলম চৌধুরী স্বাধীন সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রনজিৎ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, মিডিয়া সেলের প্রধান আবেদ আলী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by