প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৮:০২:০৭ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চর ইসলামপুর থেকে আসা দুটি অটোরিক্সায় ১৪বস্তা সরকারি টিসিবির চাউল আটক করেছে উপজেলা প্রশাসন।
২৪শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৫ঘটিকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, গোপন সূত্রের ভিত্তিতে উপজেলার চর ইসলামপুর থেকে দুটি অটোরিক্সা চান্দুরা আসার পথে রামপুর এলাকায় মোট ১৪বস্তা (প্রায় ১৪মন) টিসিবির চাউল আটক করেছে বিজয়নগর প্রশাসন।
বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, মো: সাইফুল ইসলাম বলেন,এলাকার সচেতন ও গণ্যমান্য কয়েকজন লোক প্রায় ১৪মন চাউল আটক করে আমাদের কাছে নিয়ে আসে। আমরা চাউলের মালিক পাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু কাউকে পাইনি তাই আমরা চাউল গুলো এতিমখানায় বিতরণ করে দিয়েছি।