চট্টগ্রাম

বিজয়নগর চান্দুরা ইউনিয়ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রার্থীদের মতবিনিময়

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২১ , ৬:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসেন, বিজয়নগর প্রতিনিধি:

চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যতিক্রমী প্রচেষ্টার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রেখে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রার্থী, ভোটার ও পুলিশ এই তিন পক্ষকে মুখামুখি দাঁড় করানোর মাধ্যমে প্রার্থী ও সমর্থকদের কাছ থেকে কমিটমেন্ট আদায় করে নেন পুলিশ প্রশাসন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় ইছাপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত ইউনিয়নের ৫ চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ সদস্য ২৬ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৮ জন প্রার্থী এবং চান্দুরা ডাকবাংলা খেলার মাঠে দুপুর ১২ টায় চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ১১ জন,সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা প্রার্থী ১৩ জনের নির্বাচনী মাঠে আইনশৃংলা স্বাভাবিক রাখা ও নির্বাচনের আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে পুলিশের মতবিনিময় সভা তিন পক্ষই মন খুলে খোলামেলা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার কমিটমেন্ট আবদ্ধ হন।

এ সময় চান্দুরা ইউনিয়নের তরুণ ও সুশিক্ষিত চেয়ারম্যান প্রার্থী নুরুল হক নিয়াজ তার ব্যক্তিত্বের প্রশংসনীয় বক্তব্যে প্রকাশ করে বলেন, সে চান্দুরা ইউনিয়ন বাসিকে একটি শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে চান, পাশাপাশি দুর্নীতি ও মাদক মুক্ত করতে চান। এবং সে নিজ ও তার কর্মী দারা আইনশৃঙ্খলার কোন অবনতি ঘটবে না বলে স্বীকার করেন। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে তার বুদ্ধিমত্তা ও প্রশংসনীয় বক্তব্য সম্পন্ন করেন।

এ মতবিনিময় সভায় থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর – বিজয়নগর) সার্কেল মোঃ মোজাম্মেল হোসেন রেজা। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বিজয়নগর থানা ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার ( সদর – বিজয়নগর) সার্কেল মোঃ মোজাম্মেল হোসেন রেজা বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে তাদের ভূমিকা অতুলনীয় থাকবে, পাশাপাশি প্রার্থী ভোটারদের সহযোগিতা কামনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ কামরুল হাসান শান্ত, ও দৈনিক ভোরের দর্পণ সাংবাদিক আলমগীর হোসেন ও সকল প্রার্থী, স্ব স্ব বিট অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সচেতন মহল, সর্বস্তরের ভোটারগন।

আরও খবর

Sponsered content

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুরন্ত বিপ্লবের বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

চকবাজারে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামে দুটি কোচিং সেন্টারকে জরিমানা চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামক দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান অব্যাহত রাখায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপন সূত্রের খবরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানের বিষয়ে তিনি জানান, চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা একই ছাদের নিচে ছাত্রদের জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

চকবাজারে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামে দুটি কোচিং সেন্টারকে জরিমানা চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামক দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান অব্যাহত রাখায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপন সূত্রের খবরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানের বিষয়ে তিনি জানান, চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা একই ছাদের নিচে ছাত্রদের জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

মিরসরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ভাসানচরে পৌঁছাল আরও ৭০৫ রোহিঙ্গা

লক্ষ্মীপুরে হযরত দেওয়ান শাহ (রা:) ৪৩৫ তম মেলার উদ্বোধন

যুক্তরাষ্ট্রের চাপে ইরান কখনও আলোচনায় বসবে না : খামেনি

যুক্তরাষ্ট্রের চাপে ইরান কখনও আলোচনায় বসবে না : খামেনি