চট্টগ্রাম

বিজয়নগরে সরকারি জায়গায় ব্যক্তি মালিকানাধীন ভবন নির্মাণ

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ৮:০৮:২৯ প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসনে’ ব্রাহ্মনবাড়ীয়া বিয়নগর প্রতনিধি:

বিজয়নগর উপজলোর এক কমউিনটি ক্লিনিক এর জায়গা দখল করে নির্ধারিত সীমানা প্রাচীরের ভিতরে মেইন গেইটের সামনে ভবন নিমার্ণ করছে কিছু অসাধু ব্যাক্তি।

সরেজমনি ঘুরে দেখা যায়, উপজলোর বুধন্তী ইউনিয়নের মরিশানী কমউিনিটি ক্লিনিক এর প্রায় ৭ শতাংশ জায়গায় চার পাশে বাউন্ডারি দিয়ে রাস্তার পাশে সুন্দর একটি গেইট রয়েছে গেইট দিয়ে প্রবেশ করলে দেখা যায় ইট,পাথর, বালু ও সিমেন্ট দিয়ে নতুন ভাবে নির্মাণ হচ্ছে ভবন।

আশেপাশে প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, সীমানা প্রাচীররে ভিতরে থাকার জন্য কমিউনিটি ক্লিনিকের চিকিৎসিক নিজেই পাকা ঘর বানাচ্ছ। এই ঘর বানানোকে প্রকাশ্যে সর্মথন দিচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা বলে প্রতবিশেীরা জানান।

মরিাশানী কমিউনিটি ক্লিনিক এর দায়ত্বিপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোফাইটার মোসাম্মৎ মাফয়িা আক্তার জানান, আমার আসা যাওয়ার সমস্যা হওয়ায় গ্রামবাসীকে বলায়, তারা চিন্তা ভাববনা করে আমাকে ঘর নির্মাণে অনুমতি দিয়েছে। আমি এখানে ঘর নির্মাণ করে থাকলে গ্রামবাসীর সুবুধা হবে বিদায় নিজের র্অথায়নে ক্লিনিক এর জায়গায় ঘর

আরও খবর

Sponsered content

Powered by