চট্টগ্রাম

বিজয়নগরে ৭ই মার্চ পালিত

  প্রতিনিধি ৭ মার্চ ২০২২ , ৭:১৯:১৪ প্রিন্ট সংস্করণ

বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোকসজ্জা, পুস্পঅর্পন, র ্যলী ও আলোচনা সভার মাধ্যমে যথাযথ ভাবে পালন করা হয়েছে।
৭ই মার্চ সকাল সারে নয়টার উপজেলা প্রশাসনের সামনে নির্মিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পঅর্পন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।১০ টায় উপস্থিত সবাই ভিডিও কনর্ফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আলোচনা সভায় অংশগ্রহন করেন।সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে র ্যলী বের করা হয়।

পরে উপজেলা উপজেলা কৃষি অফিস মিলনায়তনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় এর সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিল সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান,উপজেলা কৃষি অফিসার মোঃ সাব্বির আহাম্মেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারর অবঃ সার্জন দবির আহাম্মেদ ভূইয়া, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খাঁন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by