চট্টগ্রাম

বিদ্যুৎস্পৃষ্টে শিশু কন্যার মৃত্যু

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ২:৪৭:৩৬ প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎস্পৃষ্টে শিশু কন্যার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের আনন্দ অবশেষে পরিণত হলো বিষাদে। কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে আসা আত্মীয় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সোমবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার জোড়আমতল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়রা(২) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

জানা যায়, সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোর্টপাড়া গ্রামের কাসেম আলী খলিফার বাড়ির মোঃ বেলাল তার পরিবারসহ জোড়ামতল চৌধুরী স্কয়ার নামে একটি ক্লাবে বিবাহের অনুষ্ঠানে যান। ক্লাবে বর- কনের স্টেজের পাশে সবার অলক্ষ্যে একটি বিদ্যুতের তারে জড়িয়ে যায় শিশু কন্যা হুমাইরা। কিছুক্ষণ পর তার পরিবার বিষয়টি অবগত হলে দ্রুত তাকে স্থানীয় ভাটিয়ারীস্থ বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হঠাৎ করে বিয়ের আনন্দ মুহুর্তে নিরানন্দে পরিণত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৭নং কুমিরা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফাতেমা আক্তার।