দেশজুড়ে

বিরলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অর্থ প্রদান

  প্রতিনিধি ১ জুন ২০২০ , ৭:৪৭:০৭ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি :  করোনা ভাইরাস বিস্তৃতরোধে দিনাজপুরের বিরলে দূরত্ব বজায় রেখে ওয়ার্ল্ড ভিশনের  সুফলভোগি ৩০৮ টিপরিবারকে ৯ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান, ১৭৫ টি পরিবারকে স্বাস্থ্যবিধি উপকরণ এবং ১০০ টি পরিবারের মাঝে হ্যান্ড ওয়ার্শি ডিভাইজ বিতরণ করা হয়েছে।  বিরল পৌর শহরের বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রোবরার সকাল সোয়া ১০ টার দিকে দূরত্ব বজায় রেখে ওই অর্থ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবের মো. সোয়াইব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল এপি, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা, প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও, প্রোজেক্ট অফিসার পিযুস কুমার চাকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম, ভিডিসির সদস্য মতিউর রহমান প্রমুখ। সুফলভোগি নারী বলেন, তাঁর একটি সন্তানের কিডনির সমস্যয় ভুগছে অর্থের অভাবে চিকৎিসা ব্যহত হচ্ছে। ওয়ার্ল্ড ভিশনের এ টাকা পেয়ে তাঁর ভিষণ উপকার হয়েছে।
বিরল এপি, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে (কোভিড-১৯) দিনাজপুরের বিরল উপজেলার বিরল, শহরগ্রাম, ভান্ডারা, ধর্মপুর ও রাণীপুকুরসহ ৫ টি ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন প্রথম পর্যায়ে ১০০ টি পরিবারের মাঝে হ্যান্ড ওয়াশিং ডিভাইজ, দ্বিতীয় পর্যায়ে ১৭৫ টি পরিবারে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার ইত্যাদি স্বাস্থ্যবিধি উপকরণ এবং তৃতীয় পর্যায়ে ৩০৮ টি দুস্থ পরিবারকে ৩০৫৫ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়েছে।
 

আরও খবর

Sponsered content

Powered by