প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪ , ৩:১৮:৩৫ প্রিন্ট সংস্করণ
বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। বায়ুদূষণে মানদণ্ডে ২০১ স্কোর নিয়ে এই অবস্থানে রয়েছে শহরটি।
বুধবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ডে এই তথ্য ওঠে এসেছে। এই সময় ঢাকার বাতাসে দূষণ মাত্রা মাঝারি অবস্থায় থাকতে দেখা গেছে।
আইকিউএয়ারের মানদণ্ডে এদিন সকাল ১১ টায় ১১৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ১০ম স্থানে ছিলো ১১ ঢাকা, যা দূষণের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচিত।
এসময় ১৮৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। আর ১৭৯ স্কোর নিয়ে কাতারের দোহা ছিল তৃতীয় অবস্থানে। এর পরই ছিল যথাক্রমে উগান্ডার কাম্পালা, পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, ভিয়েতনামের হনয়, বাহরাইনের মানামা ও উজবেকিস্তানের তাশকেন্ত।