খেলাধুলা

বিসিবি ঘুরে দেখলেন ক্রীড়া উপদেষ্টা, ছিলেন তামিমও

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৩:২৮:২৪ প্রিন্ট সংস্করণ

বিসিবি ঘুরে দেখলেন ক্রীড়া উপদেষ্টা, ছিলেন তামিমও
ছবি: সংগৃহীত

অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর ক্রীড়াঙ্গণের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মত তিনি এসেছিলেন হোম অব ক্রিকেটখ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

ক্রীড়া উপদেষ্টার আগমন উপলক্ষ্যে আজ বিসিবি প্রাঙ্গণে কর্মকর্তাদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। বিসিবির অবকাঠামোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শনের জন্যই ক্রীড়া উপদেষ্টা সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।

বিসিবি পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা মিরপুরে আসেন দুপুর ১টার পর। এর আগে দিনের শুরুতেই বিসিবিতে এসেছিলেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক এখন জাতীয় দলের হয়ে খেলছেন না। তামিমকে সঙ্গে নিয়েই আজ বিসিবি ঘুরে দেখেন আসিফ মাহমুদ।

বিসিবি পরিদর্শনে গিয়ে শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর, মিডিয়া রুম, একাডেমিক ভবন এবং মাঠ পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় তাঁর অসঙ্গে আরও ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী। 

আরও খবর

Sponsered content