প্রতিনিধি ১৩ জুলাই ২০২১ , ৭:৩৯:১৯ প্রিন্ট সংস্করণ
মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীরগঞ্জ উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ত্রাণ সামগ্রী হোটেল ও বাস শ্রমিকদের মাঝে বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, সমাজ সেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি প্রমুখ।