শিক্ষা

এসএসসি-সমমানের ফল প্রকাশ

  প্রতিনিধি ৩১ মে ২০২০ , ১১:৪৭:২৫ প্রিন্ট সংস্করণ

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেনব। বরিশালে পাসের হার ৭৯.৭০, জিপিএ-ফাইভ ৪৪৮৩।যশোর: পাসের হার ৮৭.৩১, জিপিএ-ফাইভ ১৩৭৬৪। কুমিল্লা: পাসের হার ৮৫.২২, জিপিএ-ফাইভ ১০,২৪৫।দিনাজপুরে ৮২.৭৩ শতাংশ।

এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি।২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ শিক্ষার্থী। যার মধ্যে আট লাখ ৪৩ হাজার ৩২২ ছাত্রী। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ ছাত্রী বেশি।

মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by