প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৫:৪৬:৫১ প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১টি শ্মশান ঘাট ও ৩টি কবরস্থানে বৃক্ষ রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাকারিয়া জাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি করিমুল হক চৌধুরী, মোহাম্মদ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র রায়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী, শ্মশানঘাট-কবরস্থান কমিটির সভাপতি-সম্পাদক, সদস্য ও গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।