প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৪ , ৬:৫৮:৩৫ প্রিন্ট সংস্করণ
বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদেরই সন্তান। তাই তাদের সুরক্ষার জন্য সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে তাদের পাশে দাড়ানো একান্ত দায়িত্ব বলে, সকলকে এগিয়ে আশার আহব্বান করেন, ঢাকা জেলা নারী কল্যান সমিতি পুনাকের সভাপতি রেজওয়ানা রহমান।
বুধবার দুপুরে কেরানীগঞ্জের মডেল টাউন এলাকায় বিশেষ চাহিদা সম্পূর্ণ (বুদ্ধি প্রতিবন্ধী) শিশুদের শীতবস্ত্রসহ ঈদের জন্য নতুন জামা বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা ভালো চিকিৎসা পেলে সমাজ ও দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সাধারন মানুষের মত তাদেরও অনেকে প্রতিভা রয়েছে। তাই সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে হলে তাদেরকে বোঝা মনে না করে, তাদের জন্য সু-চিৎকিসা সহ পড়াশোনায় ভালো সুযোগ করে দেয়া সকলেরই দায়িত্ব। পুনাক তাদের পাশে আছে ও থাকবে বলেন জানান পুনাক সভাপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলে, কেরানীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধীদের একটি স্থায়ী স্কুল ও চিকিৎসা কেন্দ্রর জন্য জায়গা প্রয়োজন। তাই পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হবে। এসময় বুদ্ধি প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য পুলিশের পক্ষ থেকে নগদ একলক্ষ টাকা উপহার প্রদান করেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার, আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, শাহাব উদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল সহ পুলিশের আরো অনেক উদ্বোধন কর্মকর্তা।