বাংলাদেশ

বুধবার থেকে সরকারি অফিস স্বাভাবিক নিয়মে

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৪ , ৩:৩৮:৪৪ প্রিন্ট সংস্করণ

বুধবার থেকে সরকারি অফিস স্বাভাবিক নিয়মে

আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে।

পরে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সরকারি কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে আগামীকাল বুধবার থেকে আগের নিয়মে অফিস চলবে।’

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে গত ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস।

আরও খবর

Sponsered content