ঢাকা

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকে অস্ত্র রেখে ফাঁসানোর ষড়যন্ত্র ফাঁস!

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৪ , ৬:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকে অস্ত্র রেখে ফাঁসানোর ষড়যন্ত্র ফাঁস!

ধীরে ধীরে  প্রকাশ্য রূপ নিতে যাচ্ছে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কেন্দ্রীক সব ষড়যন্ত্র। জানাযায়,পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আজ ৩১জানুয়ারি বুধবার ছিলো এ প্রেসক্লাবের ২০২৪-২০২৬ইং সালের নির্বাচনের নির্ধারিত তারিখ। কিন্তু পরাজয়ের আশঙ্কায় আগ থেকেই নির্বাচন থেকে সরে দাড়ায় প্রেক্লাবের একটি পক্ষ।

এ  নির্বাচনকে বানচাল করতে খুঁজতে থাকে নানা কুট-কৌশল। এরই অংশ হিসেবে এ সংক্রান্ত অতি পুরনো একটি মামলা পুন:রুজ্জীবিত করে। এর পাশাপাশি নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে অপ-প্রচার চালিয়ে নোংরা খেলায় মেতে উঠে নির্বাচন থেকে সরে দাড়ানো ওই পক্ষটি। এতে সংঘাত এড়াতে এবং আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রেসক্লাব কর্তৃপক্ষ। 

কিন্তু এরই মাঝে বেড়িয়ে আসে নির্বাচন থেকে সরে দাড়ানো ওই পক্ষটির থলের বেড়াল। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রায়হান খানকে ফাঁসাতে প্রেসক্লাবের ভেতরে ও সভাপতির কক্ষে দেশীয় অস্ত্র রেখে ফাঁসানো পরিকল্পনা করে চক্রটি।

ঘটনাটি জানিয়ে এ বিষয়ে প্রেক্লাবের অফিস সহকারি মো.সাজ্জাদ হোসেন কেরাণীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। সাধারণ ডায়েরি  থেকে জানাযায়, নির্বাচনী দ্বন্দকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের শ্যালক পরিচয় দানকারি কায়েস খান (২৬) প্রেসক্লাবের অফিস সহকারি সাজ্জাদ হোসেন(১৫)কে মুঠো ফোনের মাধ্যমে ডেকে নেয়। তাকে (সাজ্জাদ) নানা প্রলোভন দেখিয়ে প্রেসক্লাবের ভেতরে ও সভাপতির কক্ষে অস্ত্র রেখে ফাঁসানোর অপচেষ্টা চালায় কথিত শ্যালক কায়েস। তার প্ররোচনায় প্রলুব্ধ না হয়ে অফিস সহকারি সাজ্জাদ বিষয়টি প্রেক্লাব কর্তৃপক্ষকে অবগত করে। পরে সে (সাজ্জাদ) নিজে বাদি হয়ে এ বিষয়ে আজ কেরাণীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডাইরী (জিডি নং- ১৮৫৪, তাং-৩১/০১/২৪) করেন। 

এ বিষয়ে জানতে চাইলে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান বলেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রকারিরা আমাকে অস্ত্র দিয়ে ফাঁসাতে চেয়েছে। যা ন্যাক্কারজনক ঘটনার বহিঃপ্রকাশ। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। সেই সাথে যে অস্ত্রটি রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা কথা বলা হয়েছে সেটি উদ্ধারের জোড় দাবি জানাচ্ছি।

এদিকে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল বলেন, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। 

সাধারণ ডায়েরি করার বিষয়টি সত্যতা স্বিকার করে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (অপারেশন) মুন্সি আশিকুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by